ইটের মাটির ওয়েদারিং, ব্লেন্ডিং, টেম্পারিং বলতে কী বুঝায়? ইট তৈরির ধাপগুলো ধারাবাহিক ভাবে লিখুন।

ইটের মাটির ওয়েদারিং, ব্লেন্ডিং, টেম্পারিং কী
ইটের মাটির ওয়েদারিং, ব্লেন্ডিং, টেম্পারিং বলতে কী বুঝায়? ইট তৈরির ধাপগুলো ধারাবাহিক ভাবে লিখুন

উত্তরঃ
ওয়েদারিংঃ ইটের কাদার জন্য নির্বাচিত মাটি বর্ষার পূর্বে কেটে স্তুপীকৃত করে রাখা হয় এতে মাটির উপাদানসমূহ আবহক্রিয়ার প্রভাবে উত্তমরুপে মিশ্রিত হয় এবং মাটির গুণগতমান বৃদ্ধি পায় এ প্রক্রিয়া ওয়েদারিং নামে  পরিচিত

ব্লেন্ডিংঃ ইটের কাদার মান উন্নয়নে  বর্ষার পর পক্ষকালের মধ্যে প্রয়োজনে বালি, চুন, অ্যালুমিনা ইত্যাদি মিশ্রিত করে নেয়া হয়ে থাকে এ প্রক্রিয়া ব্লেন্ডিং করণ নামে পরিচিত

টেম্পারিংঃ বর্ষার পূর্বে ইটের কাদার জন্য স্তূপীকৃত মাটি বর্ষা শেষে ইট তৈরির জন্য কোদালের সাহায্যে কেটে প্রয়োজন অনুপাতে পানি মিশিয়ে উত্তমরুপে মন্থন করা হয় এ প্রক্রিয়াকে টেম্পারিং বলা হয় এর মাধ্যমে কাদাকে সমসত্ত্ব ও নমনীয় করে ইট তৈরি করা হয়

ইট তৈরির ধাপঃ উত্তম মানের ইট তৈরির জন্য নিম্নোক্ত পর্যায়ক্রমিক ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হয়

ইট তৈরির ধাপগুলো হল

১. ইটের কাদা নির্বাচন (Selection of brick clay)
২. কাদা প্রস্তুতকরণ (Preparation of brick clay)
৩. ইটা কাটা বা তৈরিকরণ (Brick Maudling)
৪. ইট শুকানো (Brick drying)
৫. ইট পোড়ানো (Brick burning)



  📗 Download as PDF




Made By Sbook99


Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts